"হে আল্লাহ! তুমি যাদেরকে হেদায়াত করেছ, আমাকে তাদের অন্তর্ভুক্ত করো, তুমি যাদেরকে নিরাপদে রেখেছ, আমকে তাদের দলভুক্ত করো, তুমি যাদের অভিভাবকত্ব গ্রহন করেছ, আমাকে তাদের দলভুক্ত করো, তুমি আমাকে যা দিয়েছ তাতে বরকত দাও, তুমি যে অমঙ্গল নির্দিষ্ট করেছ তা হতে আমাকে রক্ষা করো, কারণ তুমিই তো ভাগ্য নির্ধারিত কর, তোমার উপর তো কেউ ভাগ্য নির্ধারণ করার নেই, তুমি যার অভিভাকত্ব গ্রহন করেছ সে কোনদিন অপমানিত হবেনা এবং তুমি যার সাথে শত্রুতা কর সে কোনদিন সম্মানিত হতে পারেনা। হে আমাদের রব ! তুমি বরকতময় ও সুমহান।" [তিরমিযী ১/১১৪, ইবনু মাজাহ ১/১৯৪]