সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর ২২, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
"হে আল্লাহ! তুমি যাদেরকে হেদায়াত করেছ, আমাকে তাদের অন্তর্ভুক্ত করো, তুমি যাদেরকে নিরাপদে রেখেছ, আমকে তাদের দলভুক্ত করো, তুমি যাদের অভিভাবকত্ব গ্রহন করেছ, আমাকে তাদের দলভুক্ত করো, তুমি আমাকে যা দিয়েছ তাতে বরকত দাও,  তুমি যে অমঙ্গল নির্দিষ্ট করেছ তা হতে আমাকে রক্ষা করো, কারণ তুমিই তো ভাগ্য নির্ধারিত কর, তোমার উপর তো কেউ ভাগ্য নির্ধারণ করার নেই, তুমি যার অভিভাকত্ব গ্রহন করেছ সে কোনদিন অপমানিত হবেনা এবং তুমি যার সাথে শত্রুতা কর সে কোনদিন সম্মানিত হতে পারেনা। হে আমাদের রব ! তুমি বরকতময় ও সুমহান।" [তিরমিযী ১/১১৪, ইবনু মাজাহ ১/১৯৪]
মুসিবতে আক্রান্ত ব্যক্তির কাছে দোয়ার দরজা সর্বদা খোলা রয়েছেই। আল্লাহর দরবারে নক করা হলে ও তার নিকট প্রার্থনা করা হলে, তিনি ডাকে সাড়া দেবেন এবং প্রার্থনা কবুল করবেন। আল্লাহ তাআলা বলেন, "আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তুতঃ আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে, তাদের প্রার্থনা কবুল করে নেই, যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য। যাতে তারা সৎপথে আসতে পারে।" ( সূরা বাকারা : ১৮৬)