জান্নাত কেমন হবে এ ব্যাপারে প্রকৃত জ্ঞান মহান আল্লাহ তাআলার কাছেই রয়েছে। জান্নাতে রয়েছে এমন নেয়ামত যা কখনো কোনো চক্ষু অবলোকন করেনি। কোনো কর্ণ শ্রবণ করেনি। এমনকি কোনো অন্তর কল্পনাও করেনি। এরপরও আল্লাহ তাআলা কুরআন মাজিদে এবং রাসূল (সা.) হাদিস শরিফে বান্দাদের বুঝার সুবিধার্থে কিছু কিছু বর্ণনা দিয়ে দিয়েছেন। সেখান থেকেই সামান্য আলোচনা এখানে তুলে ধরছি। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, يَا عِبَادِ لَا خَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمَ وَلَا أَنْتُمْ تَحْزَنُونَ (68) الَّذِينَ آمَنُوا بِآيَاتِنَا وَكَانُوا مُسْلِمِينَ (69) ادْخُلُوا الْجَنَّةَ أَنْتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ (70) يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِنْ ذَهَبٍ وَأَكْوَابٍ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنْفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ وَأَنْتُمْ فِيهَا خَالِدُونَ (71) وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (72) لَكُمْ فِيهَا فَاكِهَةٌ كَثِيرَةٌ مِنْهَا تَأْكُلُونَ (73 ‘হে আমার বান্দাগণ! আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না। যারা আমার আয়াতে বিশ্বাস করেছিলে এবং আত্মসমর্পণকারী (মুসলিম) ছিলে। তো...