►আসসালামু আলাইকুম◄
কেউ অত্যাচারিত হলে তাকে সাহায্য করা এবং কেউ অত্যাচার করতে উদ্যত হলে তাকে নিবৃত করাও তাকে সাহায্য করার সামিল।
নবী (সা) বলেন, তোমার ভাই কে সাহায্য কর, সে অত্যাচারী হোক বা অত্যাচারিত। সাহাবী (রা) গণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, অত্যাচারিত কে সাহায্য করার বিষয়টি তো বুঝলাম কিন্তু অত্যাচারীকে কিভাবে সাহায্য করব ? তিনি বললেন, অত্যাচারীকে অত্যাচার করা হতে বাধা দেবে, তাহলেই তাকে সাহায্য করা হবে।
[সহীহ বুখারী, ৬৯৫২]
কেউ অত্যাচারিত হলে তাকে সাহায্য করা এবং কেউ অত্যাচার করতে উদ্যত হলে তাকে নিবৃত করাও তাকে সাহায্য করার সামিল।
নবী (সা) বলেন, তোমার ভাই কে সাহায্য কর, সে অত্যাচারী হোক বা অত্যাচারিত। সাহাবী (রা) গণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, অত্যাচারিত কে সাহায্য করার বিষয়টি তো বুঝলাম কিন্তু অত্যাচারীকে কিভাবে সাহায্য করব ? তিনি বললেন, অত্যাচারীকে অত্যাচার করা হতে বাধা দেবে, তাহলেই তাকে সাহায্য করা হবে।
[সহীহ বুখারী, ৬৯৫২]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন