আযান
আজানের কথাগুলো নিম্নরুপঃ
- আল্লাহু আকবার (মনে মনে বলতে হবে আল্লাহু আকবার)
- আশহাদু আন লা ইলা হা ইল্লাল্লাহ (মনে মনে বলতে হবে আশহাদু আন লা ইলা হা ইল্লাল্লাহ)
- আশহাদু আন না মুহাম্মাদার রসূলুল্লাহ (মনে মনে বলতে হবে আশহাদু আন না মুহাম্মাদার রসূলুল্লাহ)
- হাইয়া আলাস সালাহ (মনে মনে বলবে লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহ)
- হাইয়া আলাল ফালাহ (মনে মনে বলবে লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহ)
- আসসালাতু খাইরুম মিনান নাওম
- আল্লাহু আকবার (মনে মনে বলতে হবে আল্লাহু আকবার)
- লা ইলাহা ইল্লাল্লাহ (মনে মনে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ )
(মুসলিম, মিসকাত-৬৫৭,৬৫৮)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন